দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে তৃণমূল নেতা খুনে দেওয়া হয়েছিল সুপারি। সইফুদ্দিন লস্কর খুনের তদন্তে প্রাথমিক দাবি পুলিশের। তদন্তে দাবি করা হয়েছে, ওই তৃণমূল নেতাকে খুন করতে এক লাখ টাকার সুপারি দেওয়া হয়। দুষ্কৃতীরা অনেকে বাইরের ছিল বলেই জানতে পেরেছে পুলিশ।
এদিকে, এই তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনটি মামলা রুজু হয়েছে। যার মধ্যে রয়েছে এক দুষ্কৃতীকে পিটিয়ে মারা এবং এলাকায় বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পুলিশের দাবি, পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। আর সেই কারণে বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতার উপর নজরদারি চালানো হয়েছিল।
আরও পড়ুন : জয়নগরে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত দলেরই কর্মী, CPM-এর নয়, দাবি মৃত সহাবুদ্দিনের স্ত্রীর
এই খুনে রাজনীতি নয়, ব্যক্তিগত শত্রুতাই কারণ বলে দাবি করে আসছেন তদন্তকারীরা। তাঁদের একটি সূত্রে খবর, সইফুদ্দিনকে হত্যার জন্য তাঁর এলাকার কোনও লোক যুক্ত ছিলেন। তবে খুনটা হয়েছে ভাড়াটে খুনি দিয়ে।