কথায় আছে, বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে জামাইষষ্ঠী অন্যতম। জামাই ষষ্ঠী মানেই জামাইকে পাত পেড়ে খাওয়ানো। আর সেই কারণেই জামাই আদরে যাতে খামতি না থাকে তাই বিশেষ ব্যবস্থা করেন শাশুড়িরা।
এমন দিনে এক অভিনব ব্যবস্থায় জামাইদের চমকে দিলেন বাঁকুড়ার দুই শাশুড়ি। জামাই আদরের জন্য ব্যবস্থা করলেন বিশেষ নৌকাবিহারের। নৌকাতেই চলল জামাইষষ্ঠীর অনুষ্ঠান।
বিষ্ণুপুর দুই শ্বাশুড়ি তাঁদের দুই জামাইকে জয়পুরের সমুদ্রবাঁধের জলে নৌকায় বরণ করলেন। চন্দনের ফোঁটা, দুর্বা দিয়ে আশীর্বাদ, উত্থন থালা দিয়ে বরণ আর মিষ্টি মুখ করিয়ে উদযাপন করলেন ষষ্ঠী।