বানান (Spelling) ভুল করেছিল বছর চারেকের একরত্তি। তাকে সঠিক বানান না শিখিয়ে মেরে হাঁটু ভেঙে দেওয়ার অভিযোগ উঠল গৃহশিক্ষিকার (Private Tutor) বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri News) ভগৎ সিং কলোনি এলাকায়।
যদিও এখনও পরিবারের তরফ থেকে গৃহ শিক্ষিকার বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে শিশু নির্যাতনের (Child Abused) মামলা রুজু করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন আইসি।
পরিবার সূত্রের খবর, গত শুক্রবার প্রতিবেশী এক গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল ওই চার বছরের শিশুটি। বাড়ি ফিরে সে যন্ত্রণার কথা জানায় মা রেনু যাদবকে।কীভাবে ব্যথা পেয়েছে প্রশ্ন করতেই ওই শিশু জানায়, লাঠি দিয়ে মেরেছেন শিক্ষিকা। আর তাতেই পায়ে ব্যথা করছে। অসহ্য যন্ত্রণা হওয়ায় শিশুটির এক্সরে করায় পরিবার। দেখা যায়, হাঁটুর হাড় ভেঙেছে ওই একরত্তির।
আরও পড়ুন- ১০ তলা থেকে পড়ে যাওয়া মহেশতলার শিশুর দিকে সাহায্যের হাত বাড়ালেন অভিষেক বন্দোপাধ্যায়
শিশুটির মা শিক্ষিকাকে এই নিয়ে বলতে গেলে শিক্ষিকা দাবি করেন, পড়া না পারায় শিশুটিকে লাঠি দিয়ে মেরেছিলেন। কিন্তু তাতে হাঁটু ভাঙতে পারে, এমন কোনও ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হবে বলে জানিয়েছে শিশুর পরিবার।