গাড়ি চালানো শিখতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। শিশুকে পিষে দিল যুবক। মৃত ওই শিশুর নাম শুভজিৎ রায়। দুর্ঘটনার প্রতিবাদে যুবকের গাড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। পলাতক অভিযুক্ত যুবক। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ির (Maynaguri) দেবীনগর পাড়া এলাকা।
জানা গিয়েছে, দেবীনগরের একটি বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকত ওই শিশুটি। রবিবার সকালে সাইকেল নিয়ে পাশের দোকানে গিয়েছিল শুভজিৎ।
ওই সময়ে ময়নাগুড়ি বেসিকস্কুল ময়দানে গাড়ি চালানো শিখছিলেন অমিতাভ ঘোষ নামে স্থানীয় যুবক। আচমকাই নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়ি। ধাক্কা মারে শিশুটিকে। ঘটনায় মৃত্যু হয় শিশুটির।
আরও পড়ুন - হাওড়া-বর্ধমান শাখায় মাঝরাত থেকে ট্রেন চলাচল স্তব্ধ, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা
স্থানীয়দের অভিযোগ, অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। এমনকি গাড়িটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।