এই মুহূর্তে আসানসোল কেন্দ্রে একমাত্র মাঠে ময়দানে নেমে প্রচার করছেন বাম প্রার্থী জাহানারা খান। রবিবার আসানসোলের মহিশীলার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বাম প্রার্থী জাহানারা খান। একসময়ে জামুড়িয়া পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন জাহানারা। স্থানীয় সূত্রে খবর, এই হাইভোল্টেজ কেন্দ্রে এক সময় বাবুল সুপ্রিয়, মুনমুন সেন কিংবা শত্রুঘ্ন সিনহার মতো তারকা প্রার্থীরা প্রচার করেছেন। কিন্তু এবার আসানসোলের প্রচারের ময়দানে এখনও অবধি জাহানারাকেই দেখা যাচ্ছে।
লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের উপর বিশেষ নজর থাকছে প্রথম থেকেই। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী এবারেও বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা। কিন্তু তিনি এখনও প্রচার পুরোদমে শুরু করেননি। আসানসোলেও তাঁকে তেমন দেখা যাচ্ছে না। অন্যদিকে, বিজেপির পূর্বঘোষিত প্রার্থী পবন সিং নাম ঘোষণার পরেই, প্রত্যাহার করেছিলেন।
Lok Sabha 2024: এপ্রিলের কাঠফাটা রোদ, ভোটারদের জন্য ওআরএস, জল, রোদচশমার ব্যবস্থা করবে কমিশন
বিজেপির প্রার্থী কে হবে তা নিয়ে এখনও জট কাটছে না। এদিকে তৃণমূল সূত্রে খাবে শত্রুঘ্ন সিনহা অসুস্থতার কারণে প্রচারে যেতে পারছেন না। তবে এই নিয়ে ক্ষোভ বাড়ছে দলের অন্দরে।