রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। এবার মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) মৃত্যুদিনে গণতন্ত্র নিয়ে রাজ্যকে তোপ দাগলেন রাজ্যপাল(Governor of West Bengal) জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। বাংলাকে ‘গণতন্ত্রের গ্যাস চেম্বার’ বলে রাজ্য সরকারকে(West Bengal Govt.) আক্রমণ করলেন তিনি।
রাজ্যপাল(Governor of West Bengal) জানান, 'বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। ব্যারাকপুর গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীকে(Mahatma Gandhi) শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন রাজ্যপাল।
আরও পড়ুন- Kabir Suman: ফোনালাপ বিতর্কে ক্ষমা চেয়ে বিতর্কে ইতি টানলেন কবীর সুমন
সম্প্রতি নেতাই(Netai) যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। রাজ্যপাল(Governor of West Bengal) এর প্রতিবাদ করেন। এরপরই রাজ্যপালের আচরণ একটি দলের প্রতিনিধির মতো হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তৃণমূল(TMC) মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।