তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। পুরো বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন উপরাষ্ট্রপতি।
কয়েকদিন আগে নতুন সংসদ ভবনের বাইরে ধনখড়কেই নকল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক চরম জায়গায় পৌঁছয়। তার কড়া প্রতিক্রিয়াও দিয়েছিলেন উপরাষ্ট্রপতি। এবার ভিন্ন ছবি ধরা পড়ল তাঁদের মধ্যে।
নিজেই এক্স হ্যান্ডেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি। তার জন্য তাঁকে ধন্যবাদ। আমার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি। আমার পুরো পরিবারকে তিনি আশীর্বাদ করেছেন। দিল্লিতে আমাকে ও আমার স্ত্রীকেনৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।"