যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University Student Death) ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার বেশ কয়েকজন পড়ুয়া এবং প্রাক্তনী। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন আসানসোলের বাসিন্দা আসিফ আফজল আনসারি (Asif Afjal Ansari)। আসানসোল রেলপার কেটি রোডের বাসিন্দা ধৃত আসিফ আফজল আনসারি একেবারেই নির্দোষ। এমনটাই দাবি তাঁর বাবা, মায়ের।
আসিফের মা ইসরত পরভিনের কথায়,ঘটনার পর আসানসোলের বাড়িতে এসেছিল আসিফ। তবে, বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বারবার ডাকায় সে দু'দিন পরেই চলে যায়।
আরও পড়ুন - যাদবপুর-কাণ্ডে গ্রেফতার আরও ৫, ধৃতেরা যাদবপুরের বর্তমান ও প্রাক্তন ছাত্র
তিনি আরও জানান, মঙ্গলবার রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে তখন পড়াশোনা করছিল। রাত দেড়টা নাগাদ জানা যায় তাঁর ছেলে আসিফ-সহ কয়েকজনকে ডেকেছে পুলিশ। কিন্ত তাঁদের ছেলে একেবারেই নির্দোষ।