উৎসবের মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী দুর্গাঅষ্টমীর দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির কারণে মাটি হতে পারে পুজোর বাকি দিনগুলো।
আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, অষ্টমীর দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে নবমী ও দশমীর দিন বৃষ্টি হতে পারে। তবে সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওয়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। রাজ্যের বাকি জেলাগুলিতে সাধারণ আবহাওয়া থাকবে।
Read More- আজ মহাষ্টমী, মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলির প্রস্তুতি, সন্ধিপুজোর নিয়ম জানেন ?
দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের আকাশ থাকবে পরিষ্কার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস।