রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দর নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন সন্নাসী অমোঘ লীলা প্রভু। প্রবল সমালোচনার মুখে পড়ে ওই সন্নাসীকে নিষিদ্ধ ঘোষণা করল ইসকন। তাঁকে এক মাসের জন্য বৃন্দাবনে পাঠানো হয়েছে। এমনকি, প্রকাশ্যে ধর্মীয় আলোচনা করতেও নিষেধ করা হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে ইসকন কলকাতা।
ভক্তদের উদ্দেশে হিন্দু ধর্মের মাহাত্ম বোঝাচ্ছিলেন অমোঘ লীলা প্রভু। সেসময় স্বামী বিবেকানন্দের মাছ খাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তাঁকে তীব্র নিন্দা করেন। এমনকি স্বামীজি সিদ্ধ পুরুষ কিনা সেবিষয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি রামকৃষ্ণদেবের যত মত তত পথ বাণীকে উদ্ধৃত করে এমন কিছু ব্যাখ্যা দেন যা অনেকের কাছে হাস্যকর বলেই মনে হয়েছে।
রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের নামে ওই মন্তব্য করার পর বিতর্ক শুরু হয়। রামকৃষ্ণ ভাবানুরাগীরা বেলুড় মঠে বিক্ষোভ প্রদর্শনও করেন। প্রবল বিতর্কের মাঝে এবার ওই সন্নাসীকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি বৃন্দাবনেও পাঠানো হয়েছে।