ISF প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরে। পাশাপাশি হামলা চালানোরও অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
রবিবার সকালে জগৎবল্লভপুরে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন ISF প্রার্থী দীননাথ মুখোপাধ্যায়। টোটোতে কে তিনি ইচ্ছানগরী এলাকায় প্রচার করছিলেন। অভিযোগ সেসময় প্রচারে বাধা দেয় শাসক দল।
ISF এর তরফে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী প্রচার করছিল। কিন্তু হঠাৎ তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। দীননাথ মুখোপাধ্যায়ের অভিযোগ, তাদের সঙ্গে থাকা মাইক ভেঙে দেওয়া হয়। সঙ্গে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
ISF এর তরফে আরও জানানো হয়েছে, তাদের কাছে উপযুক্ত অনুপত্র ছিল। কিন্তু তারপরেও হামলা চালানো হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রঞ্জন কুন্ডু জানিয়েছেন, সিপি এম এবং বিজেপি নিজেদের মধ্যে ঝামেলা করেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়।