বাম-কংগ্রেসের অপেক্ষা না করে লোকসভা ভোটে প্রথম তালিকা ঘোষণা করে দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রথম দফায় আট প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ। তবে এই তালিকায় যাদবপুর এবং ডায়মন্ড হারবারের নাম নেই।
নিজেদের ফেসবুকে প্রার্থীদের ছবি সহ কেন্দ্রের নাম ঘোষণা করেছে আইএসএফ। রাজনৈতিক মহলের দাবি, উল্লেখযোগ্যভাবে প্রার্থী দেওয়া হয়েছে কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহ উত্তর এবং বামেদের শক্ত ঘাঁটি বসিরহাটে। এই দুটি কেন্দ্রে এখনও বাম ও কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
এছাড়াও শ্রীরামপুরে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর প্রার্থী হওয়ার পর সেখানে প্রার্থী দিয়েছে আইএসএফ। প্রার্থী করা হয়েছে সাহারিয়ার মল্লিককে। রাজনৈতিক মহলের দাবি, আইএসএফের এই সিদ্ধান্তে স্পষ্ট বাম-কংগ্রেস জোটের বাইরে থেকেই এবারের লোকসভার ভোটে ময়দানে নামছে নওশাদ সিদ্দিকি।