ভিক্টোরিয়া হাউজের সামনে ISF-এর সভা করার অনুমতি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বদলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ১০০০ এর কম কর্মী নিয়ে সভা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ১০০০ তো দূর, মাত্র ২০ জন নেতাকে নিয়ে আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই ISF এর প্রতিষ্ঠা দিবসের সভা করলেন চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।
Kolkata Police: রামমন্দিরের উদ্বোধনের দিন, মমতার সংহতি যাত্রা, আঁটসাঁট নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ
১২,০০০ আসন বিশিষ্ট বিরাট স্টেডিয়াম খাঁ খাঁ করছিল। স্টেডিয়ামের মেঝেতে শতরঞ্চি পেতে সভা করলেন নওশাদ। সেই ছবি ভিডিও শেয়ার করলেন কেউ কেউ। চেয়ারম্যানের দাবি , আদালতের কথা অক্ষরে অক্ষরে মানা হয়েছে। আগামী দিনে ভিক্টোরিয়া হাউজের সামনেই সভা হবে।