প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের দল তৃণমূলকে হারিয়ে এবার উল্লাসে মাতলেন জমি রক্ষা কমিটি এবং আইএসএফ জোটের সমর্থকরা । শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন । উড়ল লাল আবির । স্লোগান উঠল ইনকিলাব জিন্দাবাদ । এই জয় সংগ্রামের জয়, এই জয় মেহনতি মানুষের জয়, এই জয় ভাঙড়বাসীর জয় বলে দাবি করলেন দলের সদস্যরা ।
একসময় ভাঙড়ের দাপুটে নেতা ছিলেন আরাবুল ইসলাম । কিন্তু, বর্তমান নাকি সেই প্রভাব-প্রতিপত্তি কমেছে অনেকটাই । পঞ্চায়েত ভোটের ফল তাই বলছে । দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ ব্লকে জয় পেয়েছে জমি রক্ষা কমিটি এবং আইএসএফ জোট । ভাঙড়ে এই একটি ব্লকই তৃণমূলের হাতছাড়া হয়েছে । সারা রাজ্যে শাসকদল দাপট দেখালেও কলকাতা সংলগ্ন ভাঙড়ে আরাবুলের গ্রামে শাসকদলের হার অস্বস্তি বাড়াল তৃণমূলের অন্দরে । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । উল্লেখ্য, ২০২১-এও বিধানসভা ভোটে ভাঙড় হাতছাড়া হয় তৃণমূলের । যদিও, তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, এই একটা জায়গা ছাড়া, তাঁরা ভাঙড়ের বাকি এলাকায় জিতেছেন।
রাজনৈতিক মহলের মতে, প্রথম শওকত-আরাবুল। তারপর, শওকতের সঙ্গে সব্যসাচী দত্তকে কাজে লাগিয়ে ভাঙড়ে নিজেদের পালে হাওয়া টানতে চেয়েছিল রাজ্যের শাসক দল।