ফের জঙ্গলমহলে বাঘ আতঙ্ক।
বেলপাহাড়ীর বোগডোবা গ্ৰাম লাগোয়া ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গলে মিলল বাঘের পায়ের ছাপ। নিশ্চিত করল বনদফতর। এই সময় জিনাত ধরা পড়লেও তাঁর প্রেমিক এখনও বাগে আসেনি। সে ঘোরাফেরা করছে জঙ্গলমহলের বিভিন্ন জঙ্গলে। বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা।
বন দফতর সূত্রের খবর, জিনাতের রুটেই ঘোরাফেরা করছে এই বাঘ। বাঘটি পূর্ণবয়স্ক বলেই মনে করছে বনকর্মীরা।ইতিমধ্যেই স্বস্তির খবর এই যে, বাঘের পুরনো পায়ের ছাপ ছাড়া নতুন কোনও পায়ের ছাপ পাওয়া যায়নি। তাই বাঘের আতঙ্কের থেকে জনসাধারণকে সচেতন করার বিষয়েই জোর দিতে চাইছে বন দফতর।
কয়েক দিন আগে জানা যায় বাঘটি ঝাড়খণ্ডের দলমা হয়ে পুরুলিয়ার রাইকা জঙ্গলে প্রবেশ করে। রাইকা পাহাড় এলাকায় বেশ কয়েকদিন ঘাপটি মেরে থাকার পর সে ফের ফিরে যায় ঝাড়খণ্ডের দিকে এমনটাই নিশ্চিত করে বনদফতর।