বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর। গোয়েন্দাদের দাবি, একটি বা দুটি নয়, ভুয়ো আধার কার্ড দেখিয়ে কলকাতার আটটি হোটেলে আত্মগোপন করে ছিল ধৃত দুই IS জঙ্গি। ওই হোটেলের একাধিক CCTV ফুটেজ খতিয়ে দেখে এবিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।
NIA সূত্রে জানা গিয়েছে, আবদুল মতিন আহমেদ কোনও হোটেলে নিজেকে ভিগ্নেশ বি ডি আবার কোনও হোটেলে আনমোল কুলকর্নি নামে পরিচয় দিয়েছে। এবং হোটেলের রেজিস্টারে কর্নাটকের বাসিন্দা বলে লিখত তারা।
সূত্রের খবর, ক্যাফেতে বিস্ফোরণের পর চেন্নাইয়ে পালিয়ে যায় তারা। তারপর সেখান থেকে বাস, ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছয়। এরপর লেনিন সরণির একটি হোটেলে ছিল। ঘণ্টা খানেক সেখানে থাকার পর ধর্মতলা অঞ্চল এবং পরবর্তীতে খিদিরপুর, একবালপুর অঞ্চলের হোটেলে থাকতে শুরু করে। তারপর সেখান থেকে কোলাঘাট হয়ে দিঘায় পৌঁছয়। সেখানেই একটি হোটেলে থাকতে শুরু করে তারা।