রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে ফের তল্লাশি চালিয়ে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাওড়ার অঙ্কিত নামের একটি কারখানা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার করেন গোয়েন্দারা। ৪ ও ৫ নভেম্বর তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও বাঁকুড়ার দুটি সংস্থা থেকে ১৬ কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করে ED।
অন্যদিকে চলতি মাসের ৪ তারিখ বনগাঁর একটি আটাকলে হানা দেয় ED আধিকারিকরা। ওই মিলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। তাঁদের বাড়িতেও যান তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, ওই দুই ব্যবসায়ী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ। সূত্রের খবর, ওই মিল থেকেই আটা ও চাল বিভিন্ন জায়গায় সরবরাহ করা হত।
সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করার পর একাধিক বিষয়ে জানতে পেরেছেন গোয়েন্দারা। ইতিমধ্যে ব্যবসায়ী বাকিবুর রহমান এবং তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন হিসেবনিকেশের বিষয়েও জানতে পেরেছেন তদন্তকারীরা।
বাঁকুড়ার যে দুটি সংস্থায় তল্লাশি চালানো হয়ে সেগুলি হল মেসার্স এজে এগ্রোটেক ও মেসার্স এজে রয়েল প্রাইভেট লিমিটেড । এই দুই সংস্থার সঙ্গে জড়িত অনেককেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।