কয়লা পাচার মামলায় ছুঁতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED এর CBI। সেকারণে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে তাঁকে ও তাঁর পরিবারকে বারবার তলব করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডায়মন্ড হারবারের ফলতার ফতেপুর মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই দাবি করেন তিনি।
এদিকে কয়েকদিন আগে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক ঘণ্টার মধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, ওইদিন ইডি দফতরে প্রায় ৬ হাজার পাতার নথি জমা দিয়েছেন তৃণমূল সাংসদ ।
এরপর শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে বার বার হেনস্থা করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। সেকারণেই বারবার তলব করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।