শ্রমিক সমাবেশের নাম করে কোনও চাঁদা তোলা যাবে না। সোমবার হলদিয়া থেকে এই বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির(INTTUC) রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়(Ritabrata Banerjee)। আগামী ২৮ মে হলদিয়ায় শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। তার প্রস্তুতিতেই সোমবার আভ্যন্তরীণ সভা ছিল হলদিয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে। সেখান থেকেই কর্মীদের উদ্দেশ্যে এই স্পষ্ট বার্তা দেন আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক। এই সভায় ঋতব্রত ছাড়াও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক(Malay Ghatak), মৎসমন্ত্রী অখিল গিরি(Akhil Giri), এবং সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra)।
আগামী ২৮ মে এই শ্রমিক সমাবেশের মূল বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই সমাবেশকে সফল করতে ব্যাপক তৎপর পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কর্মীরা(TMC workers)। ফলে অভিষেকের এই সভার আগে যাতে কোনওরকম বিতর্ক না তৈরি হয়, সেদিকেও সজাগ দৃষ্টি রয়েছে দলের।
আরও পড়ুন- Malda TMC worker abducted: গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত মালদা, দলীয় কর্মীকে অপহরণের অভিযোগ তৃণমূল কর্মীদের
বিগত বেশ কিছু বছর ধরেই বার বার শ্রমিক বিক্ষোভের(Workers agitation) জেরে শিরোনামে উঠে এসেছে শিল্পতালুক হলদিয়া(Haldia)। ঠিকাদারদের জুলুমে কাজ করা দায়, এমন অভিযোগও উঠেছে বার বার। তার সঙ্গে নানা সময় উঠেছে চাঁদার জুলুমের অভিযোগ। ফলে এবার আগে থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে তৃণমূল(TMC)।