মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) চলাকালীন ইন্টারনেট (Internet) বন্ধ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের।
রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, গতবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন জায়গায় WhatsApp এর মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা রুখতে সাতটি জেলায় বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হয় জনস্বার্থ মামলা। বিচারপতি প্রশ্ন করেন, পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তবে ইন্টারনেট ব্যাবহার কে করবে? আবেদনকারী আইনজীবীর দাবি, এর আগে কোনওদিন ইন্টারনেট বন্ধ করার প্রয়োজন হল না তবে এখন হল কেন? মামলাকারীদের তরফে আরও জানানো হয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলে ব্যাঙ্কসহ অন্যান্য নানা পরিষেবা খতিগ্রস্থ হয়।
এর প্রেক্ষিতেই আদালত জানায়, যেহেতু পরীক্ষাহলে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ তাই পরীক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে না। এই কারণ দেখিয়ে সরকারি বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এ বছর নয়া কিছু নিয়ম জারি করেছে বোর্ড। সেই অনুযায়ী পরীক্ষা শুরুর প্রথম সওয়া এক ঘণ্টা পর্যন্ত শৌচালয়ে যেতে পারবে না কোনও পরীক্ষার্থী। এক্ষেত্রে বোর্ড মনে করছে, মূলত শৌচালয়ে যাওয়ার সময়ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয় প্রশ্নপত্র। তবে বোর্ডের এই নিয়মের বিরোধিতা করছেন অভিভাবকদের একাংশ।