আজ একুশে ফেব্রুয়ারি, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল ভাষা শহীদের রক্তে। গানে, কথা, প্রভাতফেরিতে সেই অমর একুশে উদযাপিত হল পশ্চিমবঙ্গের জেলায় জেলায়।
বালুরঘাট হাইস্কুলের মাঠে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন করল 'কথক' সংস্থা। সমবেত কণ্ঠে গাওয়া হল কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো..'। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগেও পালিত হল আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। বাঘাযতীন পার্কে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব সহ বিশিষ্টজনরা।
Dobra Murder: রোগী সেজে এসে সস্ত্রীক চিকিৎসককে খুন! ডেবরার ঘটনার তদন্তে পুলিশ
কলকাতাতেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই দিনটি। সকালে গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর পর্যন্ত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে হয়েছে সারারাতব্যপী অনুষ্ঠান। কলকাতায় বাংলাদেশ দূতাবাসে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এবং মিছিলে সামিল ছিলেন বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।