'শ্রমিক দি বস', আন্তর্জাতিক শ্রমদিবসে(International Labour Day 2022) এই আপ্তবাক্যকে স্মরণ করেই অভিনব উদ্যোগ বিধাননগরে(Bidhan Nagar)। ১৯ ওয়ার্ডের তৃণমূল কর্মীরা রবিবার সারাদিন ধরেই এলাকার বাড়ি বাড়ি ঘুরে ময়লা সংগ্রহ করলেন। এর পাশাপাশি স্বয়ং কাউন্সিলর পিয়ালী সরকার রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান।
আন্তর্জাতিক শ্রমদিবস(International Labour Day 2022) উপলক্ষ্যে আজ ছুটি মিলেছে পুরসভার সাফাই কর্মীদের, তাদের বদলে তৃণমূল কর্মীদের(TMC Workers) সঙ্গে কাউন্সিলরকে ময়লা পরিষ্কার করতে দেখে অবাক এলাকাবাসী। রীতিমতো বাঁশি বাজিয়ে সকাল থেকেই চলে ময়লা নেওয়ার কাজ। তাঁদের এই মহতি উদ্যোগকে ফুল ছুড়ে স্বাগত জানান এলাকাবাসী।
আরও পড়ুন- Titagarh Blast News: টিটাগড়ের কারখানায় বিস্ফোরণ, রাতদুপুরে বাড়িতে ছিটকে এল আগুন মাখা পাথরের চাঁই
কাউন্সিলর পিয়ালী সরকারের কথায়, সাফাই কর্মীরা সমাজবন্ধু। তাঁরা প্রতিদিন বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে নিয়ে যান। তাঁদের এই কাজকে সম্মান জানাতেই শ্রমিক দিবসে(International Labour Day 2022) তাঁদের এই উদ্যোগ বলেও জানান কাউন্সিলর। এর পাশাপাশি এলাকা পরিষ্কার রাখা, প্লাস্টিক বর্জন সহ বিভিন্ন সামাজিক বার্তাও(Social Message) দেওয়া হয় সাধারণ মানুষকে।