ডিসেম্বরের শীতে কলকাতার হাতের নাগালে গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুর্দান্ত সব পণ্য! মিশর, লেবাননের মতো মধ্যপ্রাচ্যের দেশ থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশ, তুরস্ক, দুবাই, আফগানিস্তান- কাঁহা কাঁহা মুলুক থেকে আসা দুর্দান্ত সব জিনিসপত্রের সম্ভার এখন ২২ তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। তার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের জিনিসপত্র তো আছেই৷ কলকাতার সায়েন্স সিটিতে বসেছে এই দুর্দান্ত বাণিজ্য মেলা। আয়োজনে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েশন।
গত ১৫ ডিসেম্বর শুরু হয়েছে মেলা। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। ১৭টি দেশ থেকে আসা পণ্যের পাশাপাশি এই মেলায় রয়েছে ভারতের ২২টি রাজ্য থেকে আসা জিনিসপত্রের দারুণ সম্ভার।
গয়নাগাঁটি, ড্রাই ফ্রুটস, চামড়ার জিনিসপত্র, জামাকাপড়, ফার্নিচার, হস্তশিল্প থেকে শুরু করে রান্নাঘরের সামগ্রী- কী নেই এই মেলায়! আর তো বেশিদিন নেই। কলকাতায় বসেই আর্ন্তজাতিক বাজারের ছোঁয়া নিতে একবার ঘুরে আসবেন নাকি?