শিয়ালদহ স্টেশনে চালু হল বিশেষ ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার সিস্টেম। এর মাধ্যমে ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে, ঠিক কোন সময় ঢুকবে তার নিখুঁত তথ্য পাবেন যাত্রীরা। স্টেশনে ঢুকতেই ওই সিস্টেম বসানো হয়েছে। ধাপে ধাপে শিয়ালদহ ডিভিশনের বাকি স্টেশনেও ওই সিস্টেম চালু করবে পূর্ব রেল।
রেলের তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত প্ল্যাটফর্মে ট্রেনের ঢোকা এবং বোরোনো ম্যানুয়াল সিস্টেমে আপডেট করা হত। এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু নয়া ব্যবস্থায় বিশেষ সফ্টওয়ার ব্যবহার করা হচ্ছে। যার ফলে একদম সঠিক তথ্য পাবেন যাত্রীরা।
শিয়ালদহ ডিভিশনের সিগন্যালিং এবং টেলি কমিউনিকেশন বিভাগের যৌথ উদ্যোগে ওই প্রযুক্তি চালু করা হয়েছে। ওই সিস্টেমের মাধ্যমে শুধু সময় নয়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন, কোচ নম্বরের যাবতীয় তথ্য সেখানে থাকবে।
এর ফলে অনুসন্ধান কেন্দ্রের ভিড় অনেকটাই কমবে বলে মনে করছে রেল। শুধু তাই নয়, স্টেশনে ঢোকার মুখেই যাত্রীরা জানতে পারবেন কোন প্ল্যাটফর্মে কোন রুটের ট্রেন দেওয়া হয়েছে।