পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে লাগামছাড়া অশান্তির ঘটনায় আক্রান্ত হয়েছেন ভোটকর্মীরা । এবার তাঁদের ক্ষতিপূরণের আশ্বাস দিল নির্বাচন কমিশন । কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের দিন যে ভোটকর্মীরা আক্রান্ত হয়েছেন বা কোনওভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে ।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত, রাজ্যের পঞ্চায়েত ভোটে লাগামহীন অশান্তির অভিযোগ উঠেছে । 'ছাপ্পা' দেওয়া থেকে ভোটকেন্দ্র ভাঙচুর, ব্যালট বক্স ভাঙচুর, ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া...দুষ্কৃতীদের তাণ্ডবে বেশ কয়েক জায়গায় বুথ ছেড়ে পালিয়েছেন ভোটকর্মীরা । কোথাও আবার কাঁদতে দেখা গিয়েছে ভোটকর্মীদের । বাদ যায়নি পিঙ্ক বুথও । ভোটকর্মীদের অনেকেই আক্রান্ত হয়েছেন । বেশ কয়েক জায়গায় প্রাণ হাতে নিয়ে ভোট করাতে রাজি হননি ভোটকর্মীরা । এবার তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ঘোষণা করেছে কমিশন ।
আরও পড়ুন, Bengal Panchayat Election: 'এত খুন করে মহান হবেন?' মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অধীরের