সামনেই লোকসভা নির্বাচন । তার আগে বড় পদক্ষেপ রেলের । ট্রেনের ভাড়া কমাল ভারতীয় রেল । এবার থেকে প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের এক্সপ্রেস ট্রেনের দরের ভাড়া গুনতে হবে না । জানা গিয়েছে, করোনাকালে প্যাসেঞ্জার ট্রেনের দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত সাধারণ কামরার টিকিটের দাম তিন-চার গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল । এবার সেই টিকিটের দাম ফের কমবে । ১ মার্চ থেকেই নতুন দাম ধার্য করা হবে ।
জানা গিয়েছে, টিকিটের দাম কমেছে প্রায় ৩০-৪০ শতাংশ । করোনার সময় সর্বনিম্ন টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল । তবে, মার্চের প্রথম থেকে ভাড়া আবার আগের মতো হয়ে যাবে । অর্থাৎ প্রায় ২০ টাকা ভাড়া কমানো হল । মেমু এবং ডেমু-র ক্ষেত্রেও একই দাম ধার্য করা হচ্ছে ।
উল্লেখ্য, করোনার সময় সাধারণ প্যাসেঞ্জার ট্রেন, মেল, এক্সপ্রেস-সহ সব ধরনের ট্রেনই চলছিল স্পেশাল ট্রেন হিসাবে । ফলে ভাড়া বাড়ে । প্যাসেঞ্জার ট্রেনকে প্যাসেঞ্জার এক্সপ্রেস নাম দিয়ে ভাড়া বাড়ায় রেল । কিন্তু, করোনাকাল কাটলেও ভাড়া একই রয়ে যায় । এই নিয়ে যাত্রীরা অভিযোগও তুলেছিলেন । পুরনো ভাড়াতেই পরিষেবার দাবি জানিয়েছিলেন অনেকে । এবার সেই দাবি মেনে ভাড়া কমালো রেল ।