দাবি উঠেছিল অনেক। দাবি উঠেছিল ছেলেটির লেখাপড়ার ভার নেওয়ার। দাবি উঠেছিল পরিবারের একজনকে চাকরি দেওয়ার। কিন্তু ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে নায়ক হওয়া মালদহের শিশু মোরসালেনকে মাত্র ১৫০০ টাকা পুরস্কার দিয়েই নিজেদের দায় সেরে ফেলল ভারতীয় রেল। দেওয়া হয়েছে একটি শংসাপত্র।
সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে ছিল মালদহের হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি গ্রামের ছেলে মোরসালেন। এদিন তার গ্রামের বাড়িতে গিয়ে এই পুরস্কার তুলে দিলেন নর্দান ফ্রন্টিয়ার রেলের কাটিহার শাখার ডিআরএম সুরেন্দ্র কুমার। সঙ্গে ছিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু।
আরও পড়ুন : আঙুল দিয়ে বাঁধের জল আটকেছিল হান্স! বাংলায় আরেক হান্সের খোঁজ, ভিডিয়ো পোস্ট করলেন কাফিল খান
রেলের এই পুরস্কার নিয়ে স্বাভাবিক ভাবেই জেলায় প্রশ্ন উঠছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সহ-সভাপতি বাবলা সরকারের অভিযোগ, এই ঘটনায় রেল এবং বিজেপির লজ্জা হওয়া উচিত। একটা ছোট্ট শিশুর উপস্থিত বুদ্ধিকেও সম্মান দিতে জানে না বিজেপি।
গত শুক্রবার পঞ্চম শ্রেণির এই পড়ুয়ার উপস্থিত বুদ্ধিতেই বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছিল শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনএফ রেলের কাটিহার ডিভিশনের অন্তর্গত মালদহের ভালুকা রোড স্টেশন পেরনোর সময় মাত্র দশ বছরের ছেলের বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় এই ট্রেন।