গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ । তাপপ্রবাহের সতর্কতা জারি সব জেলায় । সকাল থেকে রাত পর্যন্ত, কোনওসময়ই এতটুকু স্বস্তি মিলছে না । গরম থেকে বাঁচতে, একটু ঠান্ডার খোঁজে শেষপর্যন্ত মানুষ ছুটছে পাহাড়ে । সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যাবে, সমতলের মানুষ এখন পাহাড়মুখী । স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গগামী ট্রেনে টিকিটের চাহিদাও তুঙ্গে । অনেকেই হয়তো টিকিট পাচ্ছেন না । তবে, এবার সুখবর দিল ভারতীয় রেল । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বা এনজেপি রুটে বাড়তি ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে ।
রেল সূত্রে খবর, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে ২২টি ‘সামার স্পেশাল ট্রেন’ চালু হয়েছে । বুধবার রাত ১১.৫৫ মিনিটে হাওড়া থেকে এনজেপি-র উদ্দেশে রওনা দেবে ট্রেনটি । হাওড়া-এনজেপির মাঝে ৯টি স্টেশনে ট্রেন দাঁড়াবে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে এনজেপিতে পৌঁছবে । ২৬ জুন পর্যন্ত হাওড়া-নিউ জলপাইগুড়ি যাবে বিশেষ ট্রেন ।
২৭ জুন পর্যন্ত নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে যাবে সামার স্পেশাল ট্রেন । বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫মিনিটে এনজেপি থেকে ছাড়বে সামার স্পেশ্যাল ট্রেন । হাওড়ায় ঢুকবে রাত ১২টা ১০ মিনিটে । জুন পর্যন্ত সামার স্পেশ্যাল ট্রেনের পরিষেবা পাবেন যাত্রীরা ।