বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ। সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। টুইট করেই এই খবর দিয়েছেন স্বয়ং বুমরাহ।
এই খবর দেওয়ার পাশাপাশি নিজের ছেলের নামও ঠিক করে নিয়েছেন তিনি। সদ্যোজাতের নাম রেখেছেন অঙ্গদ জসপ্রীত বুমরাহ। এদিকে প্রথম সন্তানের জন্মের জন্য এশিয়া কাপের মাঝপথ থেকেই দেশে ফিরে এসেছেন ভারতীয় এই ক্রিকেটার।
২০২১ সালে সঞ্জনার সঙ্গে বিয়ে হয় জসপ্রীতের। তবে তার আগে বেশ কয়েকবছর তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। ক্রিকেট দুনিয়ার সঙ্গে অতি পরিচিত নাম সঞ্জনা গণেশন। ম্যাচের প্রেজেন্টার হিসেবে একাধিক সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে গর্ভবতী হওয়ার কারণে দীর্ঘ কয়েক মাস তাঁকে আর টিভির পর্দায় দেখা যায়নি।