আতঙ্ক কাটিয়ে ফের ছন্দে ফিরছে সিকিম। সোমবার সকাল থেকেই মেঘের দেখা নেই। আকাশ পরিষ্কার। এখনও উদ্ধারকাজ জারি রেখেছে বায়ুসেনা।
সিকিমে হড়পা বানে ভেসে যায় একাধিক এলাকা। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবং ১০৫ জন নিখোঁজ। সিকিমে মোট ২৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে ৬ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
এদিকে আবহাওয়ার সামান্য উন্নত হতেই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী। আটকে পড়া পর্যটকদের কাছে খাবার, ওষুধ, জল পৌঁছে দেওয়া হচ্ছে। এয়ার লিফ্টের মাধ্যমেও অনেক পর্যটককে উদ্ধার করা হয়েছে।
Read More- লোকসভা নির্বাচনের জন্য আসন রফা সেরে নেওয়া হোক দ্রুত, কংগ্রেসকে প্রস্তাব তৃণমূলের
সিকিমের হড়পা বানে ২৩ জন জওয়ান নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তাঁদের মধ্যে ১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং বাকি ৮ জওয়ানের দেহ পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এদিকে