কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন রায়গঞ্জের শিশু, মহিলা সহ অনেকেই৷ প্রসাদের ভোগ খেয়ে বিষক্রিয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনার জেরে হাসপাতালে ভর্তি অন্তত ২৫ জন। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পেট ব্যথা বমি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তারা। অসুস্থদের ভর্তি করা হতেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা যাচ্ছে, সোমবার এলাকার বাসীন্দা অজয় দাস তাঁর নিজের বাড়িতে কালী পুজোর আয়োজন করেছিলেন। তাঁর বাড়িতেই প্রসাদ খান আত্মীয় প্রতিবেশীরা। ফ্রায়েড রাইস, পনির, চাটনি এবং পায়েস ছিল ভোগের প্রসাদে। অভিযোগ সেই প্রসাদ খেয়েই অসুস্থ হতে শুরু করেন একাধিক জন।
কারও বমি, কারও পেটে ব্যথা শুরু হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, তাদের নিয়ে এই মুহুর্তে আশঙ্কার আর কিছু নেই। চিকিৎসকরা বাইরের খাবার খাওয়ার সময় আরও সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।