পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধীরা। কিন্তু নবান্ন তাতে সম্মত নয়৷ পরিবর্তে ভিন্ রাজ্য থেকে পুলিশকর্মী আনার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।
শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য সরকারের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। জানা গিয়েছে, সেই বৈঠকে রাজ্যের কাছে পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত বাহিনী নিশ্চিত করার দাবি জানিয়েছে কমিশন। সেই প্রসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়েছে, সব বুথে সশস্ত্র বাহিনী দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়ত নেই৷ বরং অন্য রাজ্য থেকে পুলিশ আনা যেতে পারে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, জেলাশাসক এবং পুলিশ সুপারদের উপদ্রুত এলাকা বা স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। ওই বুথগুলিতে ভিন্ রাজ্যের পুলিশ মোতায়েন করা হতে পারে।
এই মুহূর্তে রাজ্যে পুলিশের সংখ্যা প্রায় ৭৮ হাজার। কিছুদিনের আরও আট হাজার পুলিশকর্মী যোগ দিতে পারেন বাহিনীতে। যদি তাঁরা ঠিক সময়ের মধ্যে যোগদান করেন, তাহলে তাঁদেরও ভোট-নিরাপত্তায় ব্যবহার করা হতে পারে। কলকাতা পুলিশের সংখ্যা কমবেশি ৩০ হাজার। তাঁদেরও দায়িত্ব দেওয়া হতে পারে।