গত তিন বছরের মধ্যে শিশুপুত্রের তুলনায় ও শিশুকন্যার জন্মের হার অনেকটা কমেছে পশ্চিমবঙ্গ-সহ আরও কয়েকটি রাজ্যে। সতর্ক করে আটটি রাজ্যকে চিঠি পাঠাল স্বাস্থ্য মন্ত্রক। স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভের (এসআরএস) রিপোর্টে ২০১৮-২০ সালের পরিসংখ্যানে বিষয়টি উঠে এসেছে। কন্যাভ্রূণ হত্যাকেই এর পেছনে মূল কারণ বলে অনুমান করছেন অধিকাংশরাই।
মঙ্গলবার এ রাজ্য-সহ মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অসম, দিল্লি ও মহারাষ্ট্রের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকেও উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
Howrah Station: হাওড়া স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী, শুক্রবার তিনটি প্ল্যাটফর্মে বন্ধ ট্রেন চলাচল
২০১৭-তে বাংলায় প্রতি এক হাজার পুত্র সন্তান পিছু কন্যা সন্তান জন্মানোর আনুপাতিক হার ছিল ৯৪৪। ২০২০-তে সেটি কমে ৯৩৬ হয়েছে। এর নেপথ্যে কন্যাভ্রূণ হত্যার প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনার দিকে আঙুল তুলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা।