শর্তসাপেক্ষে সিবিআইয়ের (Cbi) সামনে হাজিরা দিতে রাজি হলেন বীরভূমের (Birbhum) তৃণমূল (Tmc) নেতা অনুব্রত মণ্ডল (Anubarata Mondal)। সূত্রের খবর, আগামী ২১ মের পর তিনি সিবিআই-এর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। সোমবারই সিবিআইকে ফের একটি লম্বা চিঠি দিয়েছেন অনুব্রত। তাতে নিজের শারীরিক অবস্থা উল্লেখ করেছেন। ওই চিঠিতে অনুব্রত লিখেছেন, তাঁর শরীরের তিন জায়গায় অসহ্য ব্যথা। দাঁত, মলদ্বার ও অণ্ডকোষের ব্যথায় তিনি কাতর সংক্রমণের কারণে অণ্ডকোষের ব্যথা অসহ্য হয়ে উঠেছে। চিকিৎসক তাঁকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন।
এই একই বয়ান গত শনিবার নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের হাতে ধরিয়ে দিয়ে এসেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ। এদিনও তিনি জানান, অনুব্রত শারীরিক অবস্থা এখনও ভাল নয়। চিকিৎসকরা তাঁর শরীরের উপর নজর রাখছেন। এই পরিস্থিতিতে কোনও জেরা বা জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়া অনুব্রত পক্ষে সম্ভব নয়।
গত শুক্রবার ১৭ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অনুব্রত। এরপর জোড়া নোটিস দিয়ে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল সিবিআই। শনিবার গরুপাচার মামলায় সিবিআইকে অনুব্রত জানিয়েদেন, তিনি অসুস্থ আসতে পারছেন না। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর আইনজীবী দাবি করেছিলেন, এই ব্যাপারে হাই কোর্টের থেকে তাঁদের অনুমতি নেওয়া আছে।
অতএব অনুব্রত মণ্ডলকে তাদের সামনে পেতে হলে আগামী ২১ মে পর্যন্ত কার্যত অপেক্ষা করতে হবে সিবিআইকে।