হেফাজতে থাকাকালীন শারীরিক অত্যাচার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টা শৌচাগারেও যেতে পারেননি। আদালতকে একথা জানিয়েও ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ শুনে তাঁকে আরও ৮ দিন হেফাজতে থাকার নির্দেশ পাকিস্তানের আদালতের।
মঙ্গলবার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। বুধবার আদালতে তাঁকে পেশ করা হয়। পাকিস্তানের দুর্নীতি দমন বিভাগ ইমরানকে ১০ দিনের হেফাজতে চেয়েছিল। আদালত সেই আর্জি পুরোপুরি মঞ্জুর করেনি। তোষাখানা দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করার পরই অজানা জায়গায় নিয়ে য়াওয়া হয়। পাকিস্তান পুলিশের সদর দফতরে রুদ্ধদ্বার আদালত বসে।
আদালতকে ইমরান বুধবার জানান, হেফাজতে থাকাকালীন তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওই ইঞ্জেকশন তাঁর শরীরে ধীরে ধীরে হৃদরোগ তৈরি করবে। আদালতে এমনই জানান ইমরান। আগামী ১৭ মে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবে আদালত।