অনশনকারীরা সাধারণ মানুষের জন্য লড়াই করছেন। অনশনমঞ্চে গিয়ে এই দাবি করলেন IMA-এর সভাপতি আরভি অশোকান। পাশাপাশি অনশন তোলার জন্যও তিনি আর্জি করেন।
দীর্ঘ ৬ দিন ধরে ধর্মতলায় টানা অনশন করছিলেন ৭ জুনিয়র ডাক্তার। তারমধ্যে চিকিৎসক অনিকেত মাহাতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এরই মধ্যে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসেন IMA সভাপতি আরভি অশোকান।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি RG কর হাসপাতালে পৌঁছন। সেখানেই CCU তে ভর্তি রয়েছেন অনিকেত মাহাত। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। তারপর সেখান থেকে সরাসরি ধর্নামঞ্চে পৌঁছন আরভি অশোকান।
ধর্নামঞ্চে পৌঁছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন। এছাড়াও দীর্ঘক্ষণ কথা বলেন অনশনরত চিকিৎসকদের সঙ্গে। পুরো ঘটনা জানার চেষ্টা করেন IMA সভাপতি। এবং সবশেষে সাংবাদিক বৈঠক করেন তিনি।
অনশনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবন সবার আগে। সেই কারণে কঠিনতম পথে যাবেন না। এছাড়াও তাঁর বক্তব্য, জুনিয়র ডাক্তাররা নিজের জন্য অনশন করছেন না। তাঁরা সাধারণ মানুষের জন্য লড়াই করছেন।
এদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, ৬ দিন ধরে টানা অনশন করলেও রাজ্য সরকারের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বের হয়নি। সেই কারণে আরও বড় কর্মসূচি গ্রহণ করছেন তাঁরা।
শুক্রবার রাতে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে ধর্মতলা চত্বরে। সেখানে সমাজের সব স্তরের মানুষদের উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে। ওই সমাবেশ মঞ্চ ১০ দফা দাবিতে লিফলেট বিলি করবেন জুনিয়র ডাক্তাররা। তারপর তাঁদের মধ্যে কয়েকজন নিহত চিকিৎসকের বাড়িতে যাবেন।