উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। মাধ্যমিকের পরেই পছন্দের বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক দেওয়ার সুযোগ পান পড়ুয়ারা।
উচ্চমাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে নয়া নিয়ম জারি, শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, অ্যাকাউন্ট্যান্সি ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে ৩৫ পেতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। সংসদ সভাপতি জানিয়েছেন, মাধ্যমিকে অঙ্কে মাত্র ২৫ নম্বর পেলেই, উচ্চ মাধ্যমিকে অ্যাকাউন্ট্যান্সি ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
SSC Job cancellation: ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ বেআইনি, শুনানির মাঝেই SSC-র তথ্য জানাল সুপ্রিম কোর্ট
কিন্তু, বায়োলজিক্যাল সায়েন্স পড়তে জীবনবিজ্ঞানে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর থাকতে হবে, এছাড়াও ভূগোলের ক্ষেত্রেও ৩৫% লাগবে। পদার্থবিদ্যা এবং রসায়নের ক্ষেত্রেও একই নিয়ম। শুধু ওই দুই বিষয়ে দেওয়া হয়েছে ছাড়। এর আগে, অঙ্কের নম্বর এই দুই বিষয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াত। কিন্তু এবার থেকে কেবল পাস নম্বর পেলেই এই দুই বিষয়ের জন্য আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ, এই দুই বিষয় নিয়ে আরও বেশি সংখ্যক পড়ুয়া পড়ার সুযোগ পাবেন।