ইছাপুরে (Ichapur) বৃদ্ধা খুনের ঘটনায় স্থানীয় এক ভিখারিকে গ্রেফতার করল নোয়াপাড়া (Noapara) থানার পুলিশ। অঞ্জন চৌধুরী নামে ওই ব্যক্তি ইছাপুরের লেনিন নগরের বাসিন্দা। খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হল।
অভিযুক্ত অঞ্জন মৃতার পূর্ব পরিচিত। ৬ বছর আগে ট্রেন দুর্ঘটনায় একটি পা কাটা পড়ে অঞ্জনের। নকল পা কেনার জন্য তাঁকে ১৫ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ৭০ বছর বয়সি সিক্তা চট্টোপাধ্যায়। তিনি একাই থাকতেন বাড়িতে।
আরও পড়ুন: Ukraine Crisis: যুদ্ধে গুঁড়িয়ে যাওয়া ইউক্রেন থেকে বামা-মায়ের কাছে ফিরল ঝাড়গ্রামের তরুণ
পুলিশ জানতে পেরেছে, রবিবার সিক্তাদেবীর কাছে টাকা চাইতে যান অঞ্জন৷ বৃদ্ধা টাকা দিতে অস্বীকার করেন। এরপর তাঁকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে ওই ব্যক্তি৷ মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলার নলি।