পঞ্চায়েত নির্বাচনের মুখেই দায়িত্ব থেকে সরানো হচ্ছে নন্দীগ্রাম থানার IC সুমন রায়চৌধুরীকে। কী কারণে এই রদবদল তা এখনও স্পষ্ট নয়। তবে নির্বাচনের মুখেই নন্দীগ্রাম থানার IC বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
২০২২ সালে নন্দীগ্রাম থানার দায়িত্ব নিয়েছিলেন সুমন রায়চৌধুরী। অতীতে বহুবার তার বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করেছিল। সূত্রের খবর, আর এরই মাঝে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। আপাতত ওই থানার দায়িত্ব সামলাবেন ডিএসপি মমিনুল হক।