দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে বদলির সিদ্ধান্ত। তাঁর জায়গায় আনা হয়েছে বারুইপুর গোয়েন্দা পুলিশের আধিকারিক পার্থসারথি পালকে। জয়নগরে সম্প্রতি সইফুদ্দিন লস্কর নামে এক তৃণমূল নেতার খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।
এরই মধ্যে আইসি বদল করা হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, এটা রুটিন বদলি। আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। এদিকে টিটাগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাপস কুমার নস্করকে। ওই থানার আইসি সমিত মন্ডলকে বদলি করে পাঠানো হয়েছে বীরভূমে। বীরভূম থেকে পার্থসারথি মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানের কেতুগ্রামে।