পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের জেরে সরিয়ে দেওয়া হল এগারা থানার আইসি মৌসম চক্রবর্তীকে। ঘটনার বাহাত্তর ঘণ্টা পর এই পদক্ষেপ রাজ্য প্রশাসনের। ভবানী ভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এগরা থানার নতুন আইসি স্বপন গোস্বামী। উল্লেখ, গত মঙ্গলবারের এই ঘটনার পরেই গ্রামবাসীদের অভিযোগের আঙুল ওঠে পুলিশের বিরুদ্ধেই। কারখানা মালিক ভানু বাগের থেকে মাসোহারা নেয় পুলিশ, এই অভিযোগ করা হয়। যদিও তা খারিজ করেছিলেন জেলার পুলিশ সুপার অমরনাথ কে।
গত মঙ্গলবারের এই ঘটনায় মারা গিয়েছেন নয় জন গ্রামবাসী। এই ঘটনায় শুক্রবার সকালেই মৃত্যু হয়েছে ঘটনার মূল অভিযুক্ত ভানু বাগের। কটকের রুদ্র হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এমনিতেই ৭০ শতাংশ পোড়া অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভানুকে। মধ্যরাতেই তার মৃত্যু হয়। ভানু ছাড়াও এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছিল তার ছেলে পৃথ্বীজিৎ এবং তার এক ভাইপোকে।
নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা ঘটনাস্থলে গিয়েই পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন। অভিযোগ করেছিলেন, কর্তব্য পালনে ব্যর্থ এগরা থানা। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত তোপের মুখে পড়েছিলেন এগরা থানার পুলিশ।