ঠাকুর দেখতে বেরিয়ে স্বামীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের বেতাই সাধুবাজার এলাকায়। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম সন্ধ্যা পাল। এবং তাঁর স্বামীর নাম সুকান্ত পাল।
জানা গিয়েছে, ষষ্ঠীর রাতে সুকান্ত এবং সন্ধ্যা ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ঠাকুর দেখে ফেরার সময় সুকান্তর উপর হামলা চায়ায় সন্ধ্যা। গলার নলি কেটে দেওয়া হয়। কী কারণে এই কাণ্ড ঘটল তা জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার পাশে সুকান্ত পালের রক্তাক্ত দেহ পড়ে ছিল। তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় সুকান্তবাবুকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন।