কথায় আছে, ভালবাসা মানে ত্যাগ । সেটাই আরও একবার প্রমাণ করলেন শান্তিপুরের এক ব্যক্তি । নিজের ভাইয়ের সঙ্গে স্ত্রীর সম্পর্কের কথা জানতে পেরে ২৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন ব্যক্তি । শুধু তাই নয়, ভাইয়ের সঙ্গে বিয়েও দিলেন স্ত্রীর । নদিয়ার শান্তিপুরের বাগচির বাগান এলাকার ঘটনা ।
বছর ২৪ আগে অমূল্য দেবনাথের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় দিপালী দেবনাথের । তাঁদের ১৯ বছরের ছেলেও রয়েছে । কর্মসূত্রে তিনি ভিনরাজ্যে থাকেন । স্ত্রীয়ের সঙ্গে ভাই কেশবের যে সম্পর্ক আছে, তা আগেই জানতেন অমূল্যবাবু । কিন্তু, সম্প্রতি স্ত্রীকে ভাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি । তখনই দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে নেন অমূল্যবাবু । সেইসঙ্গে, প্রতিবেশীদের ডেকে ভাইয়ের সঙ্গে স্ত্রীর চার হাত এক করে দেন । স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন ভাই কেশব ।
স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদে চোখ ছলছল অমূল্যবাবুর । কান্নাভেজা গলায় তিনি জানান, ওরা পরস্পর পরস্পরকে ভালবাসে । তাই, ওদের ভাল থাকার সুযোগ করে দিলেন তিনি । তাঁর একটাই চাওয়া ভাল থাকুক ওরা । কিন্তু এধরনের ঘটনায় অবাক প্রতিবেশীরা । এমন ঘটনা তাঁরা বিশ্বাসই করতে পারছেন না । প্রতিবেশীরা জানাচ্ছেন, সংসারে কোনও অশান্তি ছিল না । অন্তত, তাঁরা এমন কোনও ঘটনা টেরই পায়নি । এক প্রতিবেশী জানাচ্ছেন, দীর্ঘদিনের কষ্টের টাকায় কেনা বাড়ি ভালবেসে বৌকে লিখে দিয়েছিল । এখন বৌয়ের সঙ্গে বাড়িটাও না চলে যায় । আর ১৯ বছরের ছেলে তো লজ্জায় মাথাই তুলতে পারছেন না ।