স্ত্রীকে খুন করে দেহ লোপাট করে পালিয়ে বেড়াচ্ছিলেন স্বামী। অবশেষে ১৮ দিন পর মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার এই ঘটনার পুনর্নির্মাণ করে দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহাদেব বিশ্বাস। তিনি পুটিমারীর বাসিন্দা। গত ১৪ নভেম্বর স্ত্রী রিনা বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করেন মহাদেব। এরপর স্ত্রীর দেহ তরাই এলাকায় বালাসন নদীর ধারে একটি জঙ্গলে ফেলে চম্পট দেন তিনি।
বোনের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করে না পেয়ে মহাদেবকে ফোন করেন রীনার দিদি প্রভাতী। মহাদেবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় তাঁর। শনিবার রাতে বাগডোগরা থানায় মহাদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তিনি। পুলিশ মহাদেবকে গ্রেফতার করে। দীর্ঘ জেরায় ভেঙে পড়েন তিনি।