অষ্টমীর সন্ধে থেকে উপচে পড়া ভিড় কলকাতা ও জেলায়। কলকাতা পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সন্তোষ মিত্র স্কয়্যারে ঢুকতে হলে প্রায় ১ ঘণ্টা লাইন দিতে হবে। এছাড়াও শ্রীভূমি, সুরুচি সংঘ, হাতিবাগান সর্বজনীন, বাগবাজারেও ব্যাপক ভিড়। বিকেল থেকেই প্রতিটি মেট্রো স্টেশনে ভিড় লক্ষ্য় করা গিয়েছে। তার মধ্যে দমদম মেট্রো স্টেশনে সবথেকে বেশি জনসমাগম হয়েছে।
ইতিমধ্য়ে বিভিন্ন রাস্তায় যান চলাচলের গতি কমেছে। VIP রোড, উল্টোডাঙা সহ বিভিন্ন রাস্তায় গাড়ির লম্বা লাইন রয়েছে। বাদ নেই জেলাতেও। সন্ধে থেকেই বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের প্রায় প্রতিটি বড় প্যান্ডেলে ভিড় রয়েছে। শহর বর্ধমানের কিরণ সংঘ, আলমগঞ্জ বারোয়ারি, লাল্টু সংঘ, সবুজ সংঘে লম্বা লাইন পড়েছে।
Read More- অষ্টমীতে কলকাতার ট্র্যাফিক চলাচল কেমন? জেনে নিন আপডেট
ভিড় সামাল দিতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে। কলকাতার একাধিক জায়গায় অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিমেরও ব্যবস্থা রাখা হয়েছে।