রাজ্যের কবিতা উৎসবকে কেন্দ্র করে শুরু হল বিতর্ক। আবৃত্তিকার দম্পতি সুমন্ত্র ও রঞ্জনা সেনগুপ্তর অভিযোগ, কবিতা আকাডেমির তরফে তাঁদের বলা হয় স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনও একজন আগামী ৪-৬ জানুয়ারির উৎসবে পারফর্ম করতে পারবেন। সুমন্ত্রর বক্তব্য, তাঁদের শিল্পী হিসাবে না দেখে স্বামী-স্ত্রী হিসাবে দেখা হচ্ছে, যা ঠিক নয়।
কবিতা আকাডেমির এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন কবি অংশুমান কর। তাঁর দাবি, কবিতা উৎসবে অংশ নেওয়ার জন্য যে 'মানদণ্ড' তৈরি করা হয়েছে, তা হাস্যকর। অংশুমানের আরও অভিযোগ, সরকার বিরোধী অবস্থান নেওয়ার জন্যই সুমন্ত্রকে 'শাস্তি' দেওয়া হয়েছে। যদিও সুমন্ত্র জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। তাঁর রাজনীতি তাঁর ব্যক্তিগত।
কবিতা অ্যাকাডেমির সভাপতি সুবোধ সরকারের পাল্টা বক্তব্য, 'বিগত কয়েক বছর ধরে আবৃত্তি সমাজ থেকে আপত্তি উঠছিল যে একই পরিবার থেকে একাধিক সদস্য কেন? এর পরেই কমিটি সিদ্ধান্ত নেয়, স্বামী স্ত্রীর যে কোনও একজন অংশ নেবেন।'