চুঁচুড়া (Chinsurah) থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র,গুলি ও বিস্ফোরক (Fire Arms Recovered From Chinsurah) । ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮ জন দুষ্কৃতীকে । ইমামবাড়া হাসপাতালে হুগলির 'ডন' টোটন বিশ্বাসকে খুনের চেষ্টার পর থেকেই নড়েচড়ে বসেছিল পুলিশ । তল্লাশি অভিযান চলছিল । সেই তল্লাশি অভিযানেই উদ্ধার হয়েছে নাইন এমএম পিস্তল,পাইপ গান, ২০৭ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক ।
ধৃতরা হল হীরালাল পাসওয়ান ওরফে হিরুয়া, সুজিত মণ্ডল, সোমনাথ সর্দার ওরফে জিতু, বিকাশ রাজভড়, রবি পাসওয়ান ওরফে রবিয়া, নীল পাসওয়ান, সুকুমার মাঝি এবং সৌমিত্র কর্মকার ওরফে ফাটা।
আরও পড়ুন, Mamata Banerjee : 'আইন আইনের পথে চলবে', বেহালায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
দিন কয়েক আগে টোটোনকে এসএসকেএম থেকে চুঁচুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর অনুগামীরা প্রিজন ভ্যানের পিছু নেন । ওই ঘটনায় ডানকুনিতে ৩৯ জনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । ধৃতদের জেরা করে পুলিশ আরও কয়েক জন দুষ্কৃতীর সন্ধান পায় । চুঁচুড়ার রবীন্দ্র নগর এলাকায় টোটোনের বাড়ি । এক সময় সেই এলাকায় নিজের সাম্রাজ্য চালাত টোটোন । এদিকে, সঙ্গীরা গ্রেফতার হতেই গ্যাংয়ের অন্য দুষ্কৃতীরা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় । চুঁচুড়ার কোদালিয়াতেও আশ্রয় নেয় বেশ কয়েকজন । খবর পেয়ে শনিবার রাতে মনসাতলার বাসিন্দা সুকুমার মাঝি ওরফে সুকুর বাড়িতে হানা দেয় পুলিশ । সেখান থেকে আট জনকে গ্রেফতার করা হয় । উল্লেখ্য, এর আগে ২০২০ সালে টোটোনকে যখন চন্দননগর পুলিশ গ্রেফতার করে, তখন তার কাছ থেকে কারাবাইনের মত আধুনিক অস্ত্র সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল ।