উচ্চ-মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত । প্রথম দশে রয়েছেন ৮৭ জন । দ্বিতীয় হয়েছেন দু'জন । বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সামা । তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫ । দু'জনের পরিবারেই এখন খুশির হাওয়া । উচ্চ-শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মেধাবীদের সংখ্যায় অন্য জেলাকে এবার টেক্কা দিয়েছে হুগলি ।
পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৩-এর উচ্চ-মাধ্যমিকের ফলাফল । বেলা ১২ টায় সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করলেন উচ্চ-শিক্ষা সংসদের সভাপতি সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য । এবছর পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী । অর্থাৎ পাশের হার ৮৯.২৫ শতাংশ । প্রথম হয়েছেন শুভ্রাংশ সর্দার । প্রাপ্ত নম্বর ৪৯৬ । অন্যদিকে, ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।
মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে ফের সেরা পূর্ব মেদিনীপুর । দুই নম্বরে দক্ষিণ ২৪ পরগণা, তিন কালিম্পং । দশে রয়েছে কলকাতা ।