উচ্চ-মাধ্যমিকের মেধাতালিকায় এবার চার জন তৃতীয় স্থানে রয়েছেন । তার মধ্যে অন্যতম বালুরঘাটের শ্রেয়া মল্লিক । আর্টস নিয়েই পড়াশোনা করেছেন । কী লক্ষ্য তাঁর জীবনে ? আর সকলের মতো শিক্ষক কিংবা উকিল হওয়ার কথা তিনি বলেননি । তাঁর জীবনের লক্ষ্য উচ্চশিক্ষিত হওয়া । শ্রেয়া জানিয়েছেন, ভাল ফলের আশা করেছিলেন ঠিকই, কিন্তু তৃতীয় হবেন ভাবেননি ।
শ্রেয়া জানিয়েছেন, শিক্ষকরা খুব সাহায্য করেছেন । সব বিষয়েই তাঁর শিক্ষক ছিল । তবে, সময় ধরে কোনওদিন পড়তেন না শ্রেয়া । যখন মনে হতো, তখনই পড়াশোনা করতেন । ইংরেজি নিয়ে পড়তে চান শ্রেয়া । তাঁর বাবা কোর্টের মুহুরি । মেয়ের দারুণ রেজাল্টে গর্বিত মল্লিক পরিবারও ।