শুক্রবার থেকে শুরু চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৮ লাখ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় বসবেন। পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ থেকে এবং শেষ হবে দুপুর ১টায়।
প্রশ্নফাঁস রুখতে কী ব্যবস্থা?
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে বিশেষ QR কোড। ফলে কোনও প্রশ্নপত্রের ছবি লিক হলেই তা বোঝা যাবে কোন পরীক্ষাকেন্দ্র থেকে ওই প্রশ্নপত্রের ছবি তোলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনও ইলেকট্রনিক্স গ্যাজেটস নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।
এবার ২৩৪১টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে সারা রাজ্যের ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভেন্যুতে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে।